রোমান অক্ষরে লিখে বাংলায় transliteration ! Google সে সুযোগ করে দিল । একটু অভ্যেস করতে হচ্ছে , কিন্তু মনে হচ্ছে বাংলা keyboard এ লেখার থেকে সোজা । অন্তত আমার কাছে । Blogger এ সোজাসুজি বাংলায় লেখা এখনো সম্ভব নয় কিন্তু হিন্দী এসে গেছে , আশা করি কিছুদিনের মধ্যে বাংলাতেও পারা যাবে ।
এটা প্রাথমিক প্রচেষ্টা ,লিখতে সময় লাগছে ।সরাসরি বাংলায় লেখা অভ্যেস নেই অনেকদিন , তাছাড়া , আমাদের অবস্থা তো ন যযৌ ন তস্হৌ ( এটায় unicode লাগলো ) । ভালকরে ইংরিজি শেখাও হলো না, বাংলাটাও যেটুকু জানতাম ভুলে যাচ্ছি ।
google-r link ta patthio
ReplyDeletewww.google.com/transliterate.Choose the Bengali option.You have to go through a process of trial and error at first. May have to use unicode keys, by clicking an icon on top right side for some words.
ReplyDeleteদ্বিজু
ReplyDeleteবাংলাতে লেখা সোজা না ইংরিজিতে সোজা সেটা বুজতে পারছিনা . যাই হোক এটা আমার প্রথম চেষ্টা.
দাদামনি